বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা
বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। চলতি মাসে অ্যান্ডোরা ও হাঙ্গেরির মুখোমুখি হবে ইংল্যান্ড। এর জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।
ইংলিশ দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন। গত জুন-জুলাইয়ে হওয়া ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে খেলার সময় চোট পাওয়ার পর মাঠের বাইরে ছিলেন ফোডেন। অবশেষে ফিরলেন জাতীয় দলে।
চোটের কারণে ছিটকে যাওয়া ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারের জায়গায় ডাক পেয়েছেন ফিকায়ো টোমোরি। আগামী ৯ অক্টোবর অ্যান্ডোরার মুখোমুখি হবে ইংল্যান্ড। ১২ অক্টোবর পরের ম্যাচে খেলবে হাঙ্গেরির বিপক্ষে।
বিশ্বকাপ বাছাইপর্বের ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আলবেনিয়া, ১১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে পোল্যান্ড। বাকি চার ম্যাচে ৮ পয়েন্ট পেলেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত হবে ইংল্যান্ডের।
ইংল্যান্ড স্কোয়াড
গোলরক্ষক : স্যাম জনস্টোন (ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন), জর্ডান পিকফোর্ড (এভারটন), অ্যারন র্যামসডেল (আর্সেনাল)।
ডিফেন্ডার : কনর কোডি (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), রিস জেমস (চেলসি), টাইরন মিঙ্গস (অ্যাস্টন ভিলা), লুক শ (ম্যানচেস্টার ইউনাইটেড), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), ফিকায়ো টোমোরি (এসি মিলান), কিরান ট্রিপিয়ার (অ্যাথলেটিকো মাদ্রিদ), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি)।
মিডফিল্ডার : ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), জেসি লিনগার্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), ম্যাসন মাউন্ট (চেলসি), ক্যালভিন ফিলিপস (লিডস ইউনাইটেড), ডেকল্যান রাইস (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড)।
ফরোয়ার্ড : জ্যাক গ্রিলিশ (অ্যাস্টন ভিলা), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), বুকায়ো সাকা (আর্সেনাল), জেডন স্যানচো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি), অলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা)।