ইংল্যান্ডের নতুন কোচ টমাস টুখেল
ইউরোর পর ইংল্যান্ড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান গ্যারেথ সাউথগেট। তার বিদায়ে প্রায় এক মাস কোচবিহীন ছিল থ্রি লায়ন্সরা। পরবর্তীতে অন্তর্বর্তী কোচ হিসেবে লি কার্সলেকে দায়িত্ব দিয়েছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এবার পূর্ণ মেয়াদে নতুন কোচ নিয়োগ দিল দেশটি। ইংলিশ ফুটবলের সঙ্গে কোচ হিসেবে যাত্রা শুরু করছেন টমাস তুখেল। বিষয়টি আজ বুধবার (১৬ অক্টোবর) নিশ্চিত করেছে এফএ।
৫১ বছর বয়সী জার্মান কোচ টুখেল ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব নেবেন। দেড় বছরের চুক্তিতে থ্রি লায়ন্সদের প্রধান কোচ হলেন তিনি। ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। এর আগে নভেম্বরে উয়েফা নেশন্স লিগে দুই ম্যাচ খেলবে ইংল্যান্ড। ম্যাচ দুটিতে ইংল্যান্ডের ডাগআউটে দাঁড়াবেন কার্সলেই।
টুখেলকে কোচ হিসেবে নিয়োগ দিয়ে এক বিবৃতিতে এফএ জানায়, টুখেলকে কোচ হিসেবে পেয়ে তারা বেশ আনন্দিত। এদিকে টুখেল বলেন, ‘ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিতে পারব কোচ হিসেবে, এমন সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। এই দলের একঝাঁক প্রতিভাবান খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে পারার ব্যাপারটি চমৎকার।’
কোচ হিসেবে সর্বশেষ মৌসুমে বায়ার্ন মিউনিখের দায়িত্বে ছিলেন টুখেল। এছাড়া, বরুসিয়া ডর্টমুন্ড, চেলসি ও পিএসজির মতো দলকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার।