অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দিল ইংল্যান্ড
গত ইউরোর পর ইংল্যান্ড কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারেথ সাউথগেট। প্রায় এক মাস কোচবিহীন ছিল থ্রি লায়ন্সরা। কে হবেন নতুন কোচ তা নিয়ে নানা জল্পনা-কল্পনা ছিল। অবশেষে লি কার্সলেকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ফুটবল। নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এমনটি জানিয়েছে তারা।
৫০ বছর বয়সী লি এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের অনূর্ধ্ব-২১ দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন। গত বছর তার কোচিংয়ে ইংল্যান্ডের যুবারা গত বছর জেতে ইউরো চ্যাম্পিয়নশিপ। যা ছিল ১৯৮৪ সালের পর ইংলিশদের ইউরো জয়। এছাড়া, সর্বশেষ দুই ইউরো এবং কাতার বিশ্বকাপে ইংল্যান্ড জাতীয় দলের টেকনিক্যাল টিমের সঙ্গে ছিলেন তিনি।
কোচের দায়িত্ব পেয়ে কার্সলে বলেন, ‘ইংল্যান্ড কোচের দায়িত্ব পাওয়া অনেক বড় সম্মানের ব্যাপার। খেলোয়াড়দের সঙ্গে আমার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। আমরা পরিবারের মতো। আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে আমি যথেষ্ট পরিচিত। আমার মূল লক্ষ্য থাকবে সামেনের উয়েফা নেশন্স লিগে দলের সাফল্য নিশ্চিত করা।’
নতুন কোচের ২০২৪-২৫ মৌসুমের উয়েফা নেশন্স লিগের জন্য নিজেদের প্রস্তুত করবে ইংল্যান্ড। লিকে মূলত এই টুর্নামেন্টের জন্যই প্রাথমিক নিয়োগ দেওয়া হয়েছে।