বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলীয় তারকা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/24/steve_smith.jpg)
কুমার সাঙ্গাকারা ও শচীন টেন্ডুলকরকে টপকে দারুণ রেকর্ড গড়লেন অস্ট্রেলীয় তারকা স্টিভেন স্মিথ। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্টে এই অসি ব্যাটার অনন্য রেকর্ড গড়লেন। আজ বৃহস্পতিবার চতুর্থ দিনে স্মিথ বিশ্বের দ্রুততম ব্যাটার হিসাবে টেস্ট ক্রিকেটে ৮০০০ রান পূর্ণ করলেন।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা যায়, স্মিথ ৮ হাজার রান করতে ১৫১ ইনিংস খেলেন। টেস্টে সাঙ্গাকারা ৮ হাজার রান করেন ১৫২ ইনিংস খেলে। এই কীর্তি গড়তে শচীন খেলেছিলেন ১৫৪ ইনিংস।
স্মিথ প্রথম ইনিংসে ৫৯ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭ রান করে আউট হন তিনি।
ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৯১ রান করে। জবাবে পাকিস্তানের ইনিংস ২৬৮ রানে গুটিয়ে যায়। প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের দারুণ বোলিংয়ে কার্যত দিশাহীন হয়ে পড়েছিল বাবর আজমের দল। স্টার্ক চারটি ও কামিন্স পাঁচটি উইকেট নেন। মাত্র ২০ রানে শেষ ৭ উইকেট চলে যায় পাকিস্তানের। টেস্ট ক্রিকেটে ষষ্ঠবার ইনিংসে পাঁচ উইকেট নেন অসি অধিনায়ক কামিন্স।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া তিন উইকেটে ২২৭ রান করে ঘোষণা করে। উসমান খাজা ১০৪ ও ডেভিড ওয়ার্নার ৫১ রান করেন। শেষ দিনে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ২৭৮ রান। হাতে রয়েছে ১০ উইকেট। ইমাম-উল-হক (৪২) ও আবদুল্লাহ শাফিক (২৭) অপরাজিত রয়েছেন দিনের শেষে।