ব্যর্থ বার্সেলোনা, হলো না সুপার এল ক্ল্যাসিকো
একদিন আগেই সহজ জয়ে ভ্যালেন্সিয়াকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ। আশা জাগিয়ে তোলে সুপার এল ক্ল্যাসিকোর। কিন্তু দ্বিতীয় সেমিফাইনালে পারল না বার্সেলোনা। অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কাতালান ক্লাবটি।
গতকাল বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে ওঠে অ্যাথলেটিকো। বার্সার হয়ে জালের দেখা পেয়েছেন লিওনেল মেসি ও গ্রিজম্যান। অন্যদিকে অ্যাথলেটিকোর হয়ে গোল করেন কোকে, মোরাতা ও আনহেল কোররেয়া। ১২ জানুয়ারি শিরোপা জয়ের মঞ্চে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তাঁরা।
নতুন আঙ্গিকে এবার দেশের বাইরে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। চার দলের টুর্নামেন্টে অংশ নিয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়া ও অ্যাথলেটিকো মাদ্রিদ। দুই দলের বিদায়ে শিরোপাযুদ্ধে লড়বে দুই মাদ্রিদ রিয়াল ও অ্যাথলেটিকো।
সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরুটা দারুণ করে বার্সা। শুরুর দিকে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি হয় বার্সা শিবিরে। যদিও প্রতিপক্ষের ডি-বক্সে গিয়ে কয়েকবার হতাশ হয়েছেন মেসিরা।
দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে। কিন্তু বিরতি থেকে ফিরেই বার্সার জালে পাঠিয়ে গোল আদায় করে নেয় অ্যাথলেটিকো। দলের পক্ষে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার কোকে।
অবশ্য বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারেনি দলটি। ৫১ মিনিটে বার্সাকে সমতায় ফেরান মেসি। তিন মিনিট পর এগিয়ে যায় বার্সেলোনা। আলবার ক্রসে সুয়ারেজের হেড ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। কিন্তু দলকে বাঁচাতে পারেননি। ফিরতি বল লাফিয়ে হেড দিয়ে ঠিকানায় পাঠান গ্রিজম্যান।
এগিয়ে যাওয়া বার্সার প্রতিরোধ টপকে শেষ মুহূর্তে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অ্যাথলেটিকো। ম্যাচের ৮১ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর ৮৬তম মিনিটে ফিরতি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ।