ভক্তদের সঙ্গে ‘হাই-ফাইভ’ নয়, খেলোয়াড়দের উদ্দেশে এনবিএ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/03/no-high-five.jpg)
চীন থেকে বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। ভাইরাসটি মোকাবিলায় বিভিন্ন দেশে নেওয়া হচ্ছে নানা ধরনের পদক্ষেপ। যুক্তরাষ্ট্রও এর ব্যতিক্রম নয়। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন শতাধিক। এমন পরিস্থিতিতে দেশটির বাস্কেটবল লিগ কর্তৃপক্ষ এনবিএ খেলোয়াড়ের জন্য দিয়েছে বিশেষ নির্দেশনা।
করোনা মোকাবিলায় এনবিএ’র পক্ষ থেকে খেলোয়াড়দের ভক্তদের কিংবা অপরিচিত কারো সঙ্গে হাই-ফাইভ (পরস্পরের সঙ্গে হাত দিয়ে এক ধরনের উদযাপন) না করতে বলা হয়েছে। এর পরিবর্তে বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এ ছাড়া খেলোয়াড়দের ভক্তদের কাছ থেকে অটোগ্রাফ দেওয়ার জন্য কলম, জার্সি বা বল না নেওয়ারও পরামর্শ দিয়েছে এনবিএ কর্তৃপক্ষ।
খেলোয়াড়দের কাছে পাঠানো এক নির্দেশনায় এনবিএ ও এনবিএ প্লেয়ারস অ্যাসোসিয়েশন বলেছে, ‘এনবিএ খেলোয়াড়, কোচ, স্টাফ ও ভক্তদের স্বাস্থ্য ও সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এরই মধ্যে এনবিএ কর্তৃপক্ষের নির্দেশনা মানা শুরু করেছেন বেশ কয়েকজন খেলোয়াড়। পোর্টল্যান্ড ট্রেইল ব্ল্যাজারসের তারকা সি. জে. ম্যাককলাম জানিয়েছেন, তিনি অটোগ্রাফ দেওয়া বন্ধ করে দিয়েছেন।
এক টুইটার বার্তায় ম্যাককলাম বলেন, ‘আপনারা অবশ্যই সাবান দিয়ে ২০ সেকেন্ড বা তার বেশি সময় ধরে হাত ধৌত করবেন এবং কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখবেন। আমি পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অটোগ্রাফ দেওয়া থেকে অফিশিয়ালি বিরত থাকছি।’