ভারত-ইংল্যান্ড টেস্ট বাতিল, ব্যাপক ক্ষতি ইসিবির
করোনা পরিস্থিতিতে নাজেহাল ভারতীয় শিবির। আক্রান্তের সংখ্যা বাড়ার শঙ্কায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট বাতিল করা হয়েছে। ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়ায় বড় ক্ষতির মুখে পড়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, ইসিবি প্রায় ৪০ মিলিয়ন পাউন্ডের মতো ক্ষতি হতে পারে। ৩০ মিলিয়ন আসত ব্রডকাস্টারদের থেকে এবং বাকি ১০ মিলিয়ন টিকিট বিক্রি থেকে। এই বিপুল ক্ষতির হাত থেকে রক্ষা করতে বিসিসিআই একটি টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে ইসিবিকে।
তবে সেই টেস্টকে এই সিরিজের অংশ ধরা হবে না বলে জানান ইসিবি কর্মকর্তা টম হ্যারিসন। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি যতদূর জানি সেই টেস্ট আলদা হিসাবেই খেলা হবে। আমাদের আরও বেশ কিছু বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো খুটিয়ে দেখা হবে।’
আগামী বছর জুলাইতে একটি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেই সময় ম্যানচেস্টারে টেস্টটি খেলার পরিকল্পনা রয়েছে তাদের। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।