এজবাস্টন টেস্টে বর্ণবাদী আক্রমণের অভিযোগ ভারতীয়দের
এজবাস্টনে সাদা পোশাকে লড়ছে ইংল্যান্ড ও ভারত। ইংলিশদের মাটিতে নিজ দেশের খেলা দেখতে গ্যালারিতে ছুটে এসেছেন সেখানে থাকা ভারতীয় দর্শকরা। কিন্তু গ্যালারিতে এসে নাকি বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তারা। খেলা দেখতে আসা ভারতের বেশ কয়েকজন সমার্থক এমনটাই অভিযোগ তুলেছেন।
বিষয়টি আমলে নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাই অভিযোগ তদন্ত করার ঘোষণা দিয়েছে ইসিবি এবং ওয়ারউইকশায়ার কাউন্টি কর্তৃপক্ষ।
আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে ভারতের একটি সমর্থকদের সংগঠন টুইট করে লিখেছে, ‘আমাদের বহু সমর্থককে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়েছে। এজবাস্টন স্টেডিয়ামের কর্তৃপক্ষের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলব। ধন্যবাদ সেই সব ইংরেজ সমর্থককে, যারা আমাদের পাশে দাঁড়িয়েছিল।’
এক ভারতীয় সমর্থক জানান, তাঁদের যে সময় বর্ণবিদ্বেষী আক্রমণ করা হচ্ছিল, সেই সময় মাঠে থাকা নিরাপত্তারক্ষীদের নজরে আনা হয় বিষয়টা। কিন্তু তাঁরা কোনও রকম পদক্ষেপ করেননি।
‘ভারত আর্মি’ নামে সমর্থক গোষ্ঠীর সদস্য অনিল সেহমি টুইটারে জানান, গ্যালারির ২২ নম্বর ব্লকে বর্ণবাদী আচরণ করা হয় ভারতীয় সমর্থকদের সঙ্গে। ওই সময় গ্যালারির নিরাপত্তাকর্মীদেরকে জানানো হলেও তারা তাতে কান দেননি এবং ‘অন্তত ১০ বার’ অভিযুক্তদের দেখিয়ে দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো বর্ণবাদের শিকার ভারতীয় সমর্থকদেরই নিজ আসনে বসে থাকতে বলা হয়।