মাঠে ফিরতে আর বাধা নেই উমর আকমলের
আইসিসির দুর্নীতিবিরোধী ধারা ভাঙার অভিযোগে পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান উমর আকমল তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তিনি তা কর্তৃপক্ষকে জানাননি এবং স্পট ফিক্সিংয়ের সঙ্গেও নাকি জড়িত ছিলেন তিনি।
উমর তিন বছর নিষিদ্ধ হলেও কোর্ট অব আর্বিট্রেসন ফর স্পোর্টস (সিএএস) পরে ৪২.৫ পাকিস্তানি রুপি ও এক বছরের নিষিদ্ধ করে তাঁকে। এই ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন উমর । পরে তাঁর বড় ভাই কামরান আকমলের সহযোগিতায় পিসিবিকে এই অর্থ দিয়ে উমর মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করেন।
ফার্স্টপোস্টের খবরে জানা গেছে, ক্রিকেটে ফেরার আগে উমরকে বোর্ডের দুর্নীতি-বিরোধী আইন অনুযায়ী রিহ্যাব করতে হবে। তা সম্পূর্ণ হলেই ক্রিকেটে ফিরতে পারেন তিনি।
গতবছর ২০ মার্চ উমরের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভাঙার অভিযোগ আনে পিসিবি। অবশ্য এর এক মাস আগে থেকেই ক্রিকেট থেকে দূরে রাখা হয় তাঁকে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ার আগে আকমলকে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে পিসিবি। বোর্ডের আনা অভিযোগের বিরুদ্ধে আপিল করার সুযোগ ছিল আকমলের। কিন্তু সেটা তিনি করেননি। বরং মেনে নিয়েছিলেন ৩ বছরের নিষেধাজ্ঞা।
দেশের হয়ে ১৬ টেস্টের পাশাপাশি ১২১ ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলেছেন আকমল। সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছেন ২০১৯ সালে।
এর আগেও নেতিবাচক সংবাদের শিরোনাম হয়েছিলেন আকমল। তবে আগের অভিযোগ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছে দেশটির ক্রিকেট বোর্ড।