মুশফিকের সঙ্গে ডিনার করতে যা করতে হবে
ফেসবুক লাইভে নিজের ‘এমআর ১৫ ফাউন্ডেশন’- এর লোগো তৈরির জন্য ভক্তদের আহ্বান জানিয়েছেন মুশফিকুর রহিম। তাঁর স্বপ্নের ফাউন্ডেশনের লোগো তৈরি করা পাঁচ বিজয়ীকে সঙ্গে নিয়ে পাঁচতারকা হোটেলে ডিনার করাবেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এবার জানিয়ে দিলেন, তাঁর সঙ্গে ডিনার করতে কীভাবে লোগো তৈরি করে পাঠাবেন মুশফিকভক্তরা।
নিজের ফেসবুক পেজে লোগো পাঠানোর প্রক্রিয়া ব্যাখ্যা করে মুশফিক লিখেছেন, 'আশা করি, সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমি লোগো তৈরির জন্য বলছিলাম। লোগো প্রতিযোগিতায় কীভাবে অংশ নেবেন তা নিচের ধাপগুলো অনুসরণ করে বুঝে নিতে পারবেন।'
এরপর ধাপগুলো ব্যাখ্যা করেন মুশফিক :
প্রথম ধাপ : 'MR15' নিয়ে একটা লোগো তৈরি করুন আপনার পছন্দমতো। যেখানে আমার কোনো উদযাপন, শট বা যেকোনো কিছু থাকতে পারে। নির্দিষ্ট কোনো রঙের ব্যাপার নেই।
দ্বিতীয় ধাপ : নিচের লিঙ্কটা দিয়ে ঢুকে ই-মেইল দিয়ে সাইন ইন করুন: https://forms.gle/Q2R8R7TksQ6KHNJv7
তৃতীয় ধাপ : নিজের পুরো নাম লিখবেন। আপনার ফোন নম্বর, ফেসবুক আইডির ইউআরএল, ই-মেইল অ্যাড্রেস লিখুন।
চতুর্থ ধাপ : আপনার লোগোর ডিজাইনটি JPEG অথবা PNG ফরম্যাটে পাঠান।
এই প্রতিযোগিতা ৩০ জুন ২০২০ পর্যন্ত চলবে। শীর্ষ পাঁচ বাছাইকৃত লোগোর ডিজাইনারকে নিয়ে আমি করোনাপরবর্তী সময়ে ডিনার করব। আর যাঁর লোগো আমরা সেরা বিবেচনা করব, তিনি পাবেন আমার অটোগ্রাফযুক্ত জার্সি। সবার জন্য শুভকামনা।'
এর আগে ফেসবুক লাইভে এই ফাউন্ডেশন নিয়ে মুশফিক বলেন, “এখন এমন একটি সময়, যেখানে আমার মনে হয় আপনাদের প্রতিদান দেওয়ার অনেক কিছুই আছে। সে জন্যই আমি কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। প্রথম পদক্ষেপ হচ্ছে, আমার স্বপ্নের ‘এমআর ১৫’ ফাউন্ডেশন গড়ে তোলা। আপনারা জেনে খুশি হবেন, খুব শিগগির আমি এটি শুরু করতে যাচ্ছি।”