‘মেসি যেখানেই খেলবেন সেরা হবেন’
নতুন মৌসুমে সত্যিই কি বার্সেলোনা ছাড়তে পারবেন লিওনেল মেসি? আর ছাড়লে কোথায় দেখা যেতে পারে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে? এ নিয়ে ব্যাপক প্রশ্ন ফুটবল মহলে। এমন পরিস্থিতিতে টটেনহামের সাবেক কোচ মরিসিও পচেত্তিনো বলছেন, মেসি যেখানে চাইবেন সেখানেই খেলতে পারবেন। এমনকি যে লিগেই খেলেন সেরা হবেন মেসি।
আর্জেন্টাইন আউটলেট ওলেকে দেওয়া সাক্ষাৎকারে পচেত্তিনো বলেন, ‘যে কোনো কিছুই ঘটতে পারে। মেসি যেখানে চাইবে সেখানেই খেলতে পারবে। যেটা হোক স্পেন বা প্রিমিয়ার লিগ। যে কোনো লিগেই সেরা হতে প্রস্তুত মেসি।’
টটেনহাম থেকে চাকরি হারানোর পর বর্তমানে বেকার পচেত্তিনো। কিকে সেতিয়েনের বিদায়ের পর বার্সেলোনার কোচ হওয়ার তালিকায় সবার আগে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বার্সার কোচ হয়ে আসেন ডাচদের সাবেক কোচ রোনাল্ড কোম্যান।
একটি মন্তব্যর কারণে হয়তো বার্সার কোচ হতে পারেননি পচেত্তিনোর। ২০১৮ সালে তিনি বলেছিলেন, বার্সার বদলে আর্জেন্টিনার কোচ হলে খুশি হতেন তিনি। সেই মন্তব্যটি নিয়ে এবার পচেত্তিনো বলেন, ‘আমার মনে হয়, ওই বক্তব্য বার্সার সমর্থকেরা নিতে পারেনি, তাই আমাকেও তারা মেনে নিতে পারেনি। তবে এটা সত্যি কখনোই আমি বার্সার কোচ হওয়ার প্রস্তাব পাইনি।’
পচেত্তিনো আরো বলেন,‘আমাকে যারা চেনে তারা সবাই একটি বিষয়গুলো জানে। এই ক্লাবটির (বার্সা) সঙ্গে আমার নাম জড়ানোটা খুব কঠিন হবে। এমন অনেক বিষয় আছে, যা এক সঙ্গে যায় না!’