মেসি-রোনালদোদের ভাগ্য নির্ধারণ হবে আজ
চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের লড়াই শেষ। এবার নকআউট পর্বের লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় মেসি-রোনালদোরা। নকআউট পর্বের ম্যাচে কে কার মুখোমুখি হবে সেই ভাগ্য নির্ধারণ হবে আজ।
সুইজারল্যান্ডের নিয়ন শহরে আজ সোমবার বাংলাদেশ সময় বিকেলে ৫টায় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের ড্র। উয়েফার অফিশিয়াল ওয়েবসাইটে ড্রয়ের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
ড্র এর নিয়ম অনুযায়ী, দ্বিতীয় রাউন্ডে প্রতিটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন অন্য গ্রুপের যে কোনো রানার্সআপের মুখোমুখি হবে। তবে এক্ষেত্রে শর্ত আছে। একই দেশের দুটি ক্লাব নকআউটে মুখোমুখি হবে না। এ ছাড়া গ্রুপ পর্বে একই গ্রুপে খেলেছে এমন দলও শেষ ষোলোতে মুখোমুখি হবে না।
চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় পর্বে পিএসজি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, ম্যানচেস্টার ইউনাইটেডের দলগুলো থাকলেও এবার নেই বার্সেলোনা। গত বুধবার বায়ার্ন মিউনিখের কাছে হেরে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে কাতালান ক্লাবটি। ২০০০-০১ আসরের পর এবারই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে বার্সা।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে— আয়াক্স আমস্টারডাম, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, লিভারপুল, লিল, ম্যানচস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ।
গ্রুপ রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে—অ্যাথলেটিকো মাদ্রিদ, বেনফিকা, চেলসি, ইন্টার মিলান, পিএসজি, রেড বুল সালজবুর্গ, স্পোর্টিং লিসবন ও ভিয়ারিয়াল।