চ্যাম্পিয়নস ট্রফিতে না থাকা নিয়ে মুখ খুললেন সাকিব

দুই সপ্তাহ আগে শেষ হয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। বৈশ্বিক এই ইভেন্টে না থাকলেও হুট করেই আলোচনায় সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডারকে দলে না রাখার কারণ নিয়ে দীর্ঘদিন আলোচনা চললেও, এবার সাকিব নিজেই মুখ খুললেন।
সম্প্রতি ক্রীড়াভিত্তিক ওয়েসবাইট ক্রিকবাজের সঙ্গে সাক্ষাৎকারে চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে কথা বলেন সাকিব। এই বিষয়ে সাকিব বলেন, ‘দেখুন কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তবে যদি এই বিষয়ে (বিসিবি ও সাকিবের মাঝে) যোগাযোগটা ভালোভাবে করা হতো, তাহলে আমি খুশি হতাম।’
সাকিব আরও যোগ করেন, ‘বোলিং অ্যাকশনের পরীক্ষায় নেগেটিভ, তাই তিনি শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন। আমরা তাকে দল গঠনে ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করেছি। কিন্তু কম্বিনেশনে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে জায়গা দেওয়া যায়নি।’
এর আগে সাকিবের না থাকার কারণ জানিয়ে প্রধান নির্বাচক লিপু বলেছিলেন, ‘পাবলিকলি এত লেজেন্ডারি কাউকে না রাখার কারণ আলোচনা করা ঠিক হবে না। যারা আছেন তারা ক্যাপেবল (সক্ষম)। ঘরোয়াতে রান করেছেন।’
এদিকে, ভারতীয় গণমাধ্যমগুলোর মতে আইপিএল দিয়ে আবারও ক্রিকেটে ফিরতে পারেন সাকিব। প্রতিবেদনগুলোতে আরও দাবি করা হয়েছে, একটি-দুটি নয় বরং তিন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাকিবের কথা হচ্ছে। সেই দলগুলো হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। মূলত দলগুলোর স্পিন শক্তি আরও বাড়াতে সাকিবকে দলে ভেড়াতে আলোচনা করা হচ্ছে।