যে কারণে দলের সঙ্গে থাকছেন রুবেল
রিজার্ভ তালিকায় থেকে বিশ্বকাপ দলের সঙ্গে ওমান গিয়েছিলেন আমিনুল ইসলাম বিপ্লব ও রুবেল হোসেন। গেল কয়েকদিন অনুশীলনের পর দলের সঙ্গে বাড়তি খেলোয়াড় হিসেবে টিকে গেছেন অভিজ্ঞ পেসার রুবেল। আর লেগ স্পিনার বিপ্লবকে দেশে ফিরে আসতে হচ্ছে।
এক সংবাদ বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত দলের সঙ্গে বাড়তি সদস্য হিসেবেই থেকে যাচ্ছেন রুবেল।
অবশ্য বিসিবির পাঠানো বিবৃতিতে কিছুটা বিভ্রান্তি ছিল। গত রাতে তারা জানায়, রুবেল হোসেনকে ১৬তম সদস্য হিসেবে যুক্ত করার কথা। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী বিশ্বকাপের মূল স্কোয়াডের সদস্য সংখ্যা হবে ১৫ জন। কিন্তু রুবেল যুক্ত হলে বাংলাদেশের সেই সংখ্যা দাঁড়ায় ১৬ জনে। যা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। পরে অবশ্য বিভ্রান্তি দূর হয়। মূলত বাড়তি পেসার হিসেবেই রুবেলকে রাখা হয়েছে।
রুবেল দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন। তবে ম্যাচের দিন মাঠে আসতে পারবেন না। কেউ চোট পেলে বা কোনো কারণে বদলির প্রয়োজন হলে, অনুমতি সাপেক্ষে তাঁকে মূল দলে যোগ করা যাবে। দলের সঙ্গে ওমানে থাকা নির্বাচক হাবিবুল বাশার সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।
বিসিবির এই নির্বাচক বলেন, ‘বিপ্লব ফিরে যাচ্ছে। তবে আমাদের ফাস্ট বোলারদের মধ্যে একটু ইনজুরি কনসার্ন আছে। সতর্কতা হিসেবে রুবেলকে রেখে দেওয়া হয়েছে। জরুরি কোনো প্রয়োজনে দরকার হলে আমাদের যেন কাউকে নতুন করে এনে কোয়ারেন্টিনে রাখতে না হয়। এজন্যই রুবেলকে রেখে দেওয়া হয়েছে।’
বিশ্বকাপের আগে এবার অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। আবুধাবিতে আগামী আগামী মঙ্গলবার প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর বৃহস্পতিবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড।