যে কারণে সিপিএলে খেলবেন না গেইল
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে দেখা যাবে না টুর্নামেন্টটির বড় তারকা ক্রিস গেইলকে। সিপিএলের চিন্তা বাদ দিয়ে নতুন টুর্নামেন্ট ‘সিক্সটি’ নিয়েই ভাবছেন গেইল। নতুন টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করতে আসছে সিপিএলে খেলবেন না ক্যারিবীয় তারকা।
৬০ বলের টুর্নামেন্ট হলো ‘সিক্সটি’। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের যৌথ আয়োজনে আসছে টুর্নামেন্টটি। যা শুরু হবে ২৪ থেকে ২৮ অগাস্ট।
সিপিএল শুরুর ঠিক আগে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আর এই ‘সিক্সটি’ টুর্নামেন্টেই অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন গেইল।
এক বিবৃতিতে এ ব্যাপারে গেইল বলেছেন, ‘আমি এই বছর ছোট সংস্করণ খেলব। সিক্সটির বর্তমান নিয়ম ও তা কীভাবে কাজ করে এ নিয়ে সত্যিই রোমাঞ্চিত। বিশেষ করে রহস্যময় টিম বল ও তৃতীয় পাওয়ার-প্লে ওভার নিতে প্রথম ১২ বলে দুটি ছক্কা মারার অপেক্ষায় আছি।’
এর আগে ২০২০ সালেও সিপিএলে খেলেননি গেইল। তবে গত বছর সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলেছিলেন গেইল। ওই আসরে তাঁর দল কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসই হয়েছিল চ্যাম্পিয়ন।