রিয়াল মাদ্রিদকে উড়িয়ে সুপার কাপের শিরোপা বার্সার
অবশেষে ২১ মাস পর শিরোপার দেখা পেল বার্সেলোনা। কোচ হিসেবে জাভির প্রথম শিরোপা এসেছে রিয়াল মাদ্রিদকে হারিয়ে। স্প্যানিশ সুপার কাপের একপেশে ফাইনালে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম ট্রফি ঘুরে তুলেছে বার্সেলোনা। প্রতিশোধ নিলো মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো হারার।
সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মাঠে নামে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নামলেও মাদ্রিদের মাঝে ছিল না সেই ছাপ। বরং পুরোটা সময় রক্ষণ ও মাঝমাঠে ছন্নছাড়া লেগেছে মাদ্রিদকে। ৩৩তম মিনিটে মাদ্রিদের রক্ষণভাগের ভুলে এগিয়ে যায় বার্সেলোনা। লেভান্দোভস্কির পাসে বাঁ পায়ের শটে কর্তোয়াকে ফাঁকি দেন স্প্যানিশ ফুটবলার গাভি। প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কাতালানদের। প্রথমার্ধের শেষ মিনিটে দারুণ একটি পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ান লেভান্দোভস্কি। এবার সহায়তা করেন গাভি।
এল ক্লাসিকোতে লেভার এটি প্রথম গোল। দুই গোল খেয়ে বিরতিতে যায় মাদ্রিদ। বিরতি থেকে ফিরলেও নিজেদের আর ফিরে পায়নি লস ব্ল্যাংকোরা বরং আক্রমণ বাড়ায় বার্সেলোনা। থিবো কর্তোয়ার সৌজন্যে দফায় দফায় বেঁচে গেলেও ৬৯ মিনিটে দলকে তৃতীয় গোল খাওয়ার হাত থেকে বাঁচাতে পারেননি এই গোলরক্ষক। তরুণ তুর্কি পেদ্রির গোলে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সা। খেলার শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে ৯৩ মিনিটে মাদ্রিদের হয়ে একটি গোল শোধ করেন করিম বেনজেমা। কিন্তু তাতে স্বান্তনা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। বার্সার হাতেই ওঠে সুপার কাপের শিরোপা।