রেকর্ডধারী লেডেকিকে হারিয়ে টিটমাসের চমক
৪০০ মিটার ফ্রি-স্টাইলে রিও অলিম্পিকে রেকর্ড গড়েছিলেন ক্যাটি লেডেকি। এই ইভেন্টে বিশ্ব রেকর্ডও তাঁর। সেই লেডেকিকেই টোকিও অলিম্পিকে হারিয়ে দিলেন অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস! লেডেকিকে হারিয়ে টোকিও অলিম্পিকে ৪০০ মিটার ফ্রি-স্টাইলের স্বর্ণ নিজের করে নিয়েছেন টিটমাস।
আজ সোমবার টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে ৩ মিনিট ৫৬ দশমিক ৬৯ সেকেন্ড সময়ে সেরা হয়েছেন টিটমাস। অন্যদিকে, গত অলিম্পিকে স্বর্ণ জেতা লেডেকির লেগেছে ৩ মিনিট ৫৭ দশমিক ৩৬ সেকেন্ড। দ্বিতীয় হয়ে রুপা জিতেছেন তিনি।
চীনের সাঁতারু বিংজি লি জিতেছেন ব্রোঞ্জ। তাঁর সময় লেগেছে ৪ মিনিট এক দশমিক শূন্য ৮ সেকেন্ড। অবশ্য এই সময়েই এশিয়ার হয়ে রেকর্ড গড়েছেন তিনি।
টোকিও অলিম্পিকে মুকুট হারালেও ৪০০ মিটার ফ্রি-স্টাইলের ইভেন্টে এখনও রেকর্ডধারী লেডেকি। তিনি ২০১৬ সালে রিও অলিম্পিকে ৩ মিনিট ৫৬ দশমিক ৪৬ সেকেন্ড সময়ে রেকর্ড দুটি গড়েছিলেন। এবার অলিম্পিকে স্বর্ণ জিতলেও লেডেকির রেকর্ড ভাঙতে পারনেনি টিটমাস।