লম্বা রেসের নতুন রাজা সেলেমন বারেগা
টোকিও অলিম্পিকে বড় অঘটন হয়েছে আজ শনিবার। এখন পর্যন্ত যে খেলা হয়েছে তাতে সবচেয়ে বড় অঘটন হয়েছে পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে। বিশ্ব রেকর্ডধারী উগান্ডার জসুয়া চেপ্টেগেইকে হারিয়ে স্বর্ণ জিতে চমকে দেন ইথিওপিয়ার অ্যাথলিট সেলেমন বারেগা।
১০ হাজার মিটার দৌড়ে একেবারে শেষ ল্যাপে এসে হঠাৎ করে গতি বাড়িয়ে বারেগা পিছনে ফেললেন চেপ্টেগেইকে। জোসুয়াকে কার্যত বিস্মিত করে দিয়ে তাঁর হাত থেকে স্বর্ণ পদকটি ছিনিয়ে নিলেন বারেগা।
২১ বছর বয়সী বারেগা ২৭ মিনিট ৪৩.২২ সেকেন্ডে দৌড় শেষ করেন। জোসুয়া দৌড় শেষ করতে সময় নেন ২৭ মিনিট ৪৩.৬৩ সেকেন্ড।
২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫ হাজার মিটারে রুপা জিতেছিলেন বারেগা। ১০ হাজার মিটারে গত জুনে তিনি দ্বিতীয় দ্রুততম সময়ে শেষ করেছিলেন।
হারের পরে চেপ্টেগেই বলেন, ‘এই মূহূর্তে আমার কাছে দুই ধরনের অনুভূতি কাজ করছে। প্রথমত আমি অবশ্যই খুশি দেশের হয়ে রুপা জিততে পেরেছি। অন্যদিকে আমি হতাশ হয়েছি স্বর্ণ জয়ের আশা নিয়ে এসেও জিততে না পারায়।’