লর্ডসে নাকাল অবস্থা দুই দলেরই
লর্ডসে প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দুই দলেরই খুবই নাকাল অবস্থা। টস জিতে প্রথমে ব্যাট করে ১৩২ রানে ইনিংস গুটিয়ে নেয়। জবাবে স্বাগতিক ইংল্যান্ডের অবস্থাও ভালো নয়। ১১৬ রান তুলতেই সাত উইকেট হারিয়ে ফেলে তারা।
ইংলিশ পেসার ম্যাথু পটস অভিষেকে দারুণ বল করেছেন। ৯.২ ওভার বল করে ১৩ রানের বিনিময়ে চার উইকেট নিয়েছেন তিনি। জেমস অ্যান্ডারসন ১৬ ওভারের ৬৬ রান দিয়ে চার উইকেট নেন।
জ্যাক ক্রাওলি ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ অ্যালেক্সের সংগ্রহ ২৫ রান।
অধিনায়ক স্টোকস নিজে মাত্র এক রানে আউট হন, সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান জো রুট ১১ রানে আউট হন।
নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট ১০ ওভারে ১৫ রান দিয়ে দুটি এবং কাইল জেমিসন সাত ওভারে ২০ রান খরচায় নেন দুটি উইকেট।
অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর নিউজিল্যান্ড ৪৫ রানে সাত উইকট হারিয়ে দুরবস্থায় পড়ে। অলরাউন্ডার ডি গ্র্যান্ডহোম ৫০ বলে অপরাজিত ৪২ রান করেন।
গত বছর লর্ডসে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করা নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে মাত্র তিন রানে ব্রডের বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
বাউন্ডারি ঠেকানোর সময় স্পিনার মাথা ও ঘাড়ের ওপর পড়ে যাওয়ার পর দিনের খেলার আধঘণ্টা আগে ইংল্যান্ডের জ্যাক লিচকে মাঠ ছাড়তে হয়।