লড়াই জমিয়ে রাখলেন ভারতীয় বোলাররা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/16/india.jpg)
দারুণ সেঞ্চুরিতে ব্রিসবেন টেস্টের প্রথমদিন অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের পথ দেখিয়েছিলেন মার্নাস লাবুশেন। কিন্তু সেই সুবিধা কাজে লাগাতে পারেননি অসিরা। চোটাক্রান্ত বোলিং লাইনআপ নিয়েই অস্ট্রেলিয়াকে চারশ রানের নিচে অলআউট করে লড়াই জমিয়ে তুলেছেন ভারতীয় বোলাররা।
সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৩৬৯ রানে থেমেছে অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে আজ শনিবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ৬২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। দিন শেষে উইকেটে আট রানে অপরাজিত ছিলেন চেতেশ্বর পুজারা। তাঁর সঙ্গে আজিঙ্কা রাহানে দুই রানে অপরাজিত। এখনো ৩০৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
আজ শনিবার ব্যাটিংয়ে নেমে শুরুতেই শুভমান গিলকে হারায় ভারত। প্যাট কামিন্সের বলে স্লিপে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি (৭)। চমৎকার সব শটে দারুণ ব্যাট করেন রোহিত শর্মা। কিন্তু বেশিদূর যেতে পারেননি। ৪৭ রানে তাঁকে থামিয়ে দেন ন্যাথান লায়ন। এরপর চা বিরতিতে যায় ভারত। এর মধ্য শুরু হয় বৃষ্টি। তাই শেষ সেশনের খেলা আর মাঠে গড়ায়নি।
এর আগে পাঁচ উইকেটে ২৭৪ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি মিডল অর্ডার ব্যাটসম্যানরা। হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন টিম পেইন। হাফসেঞ্চুরির পর পরই পেইনকে ফিরিয়ে ৯৮ রানের জুটি ভাঙেন শার্দুল ঠাকুর। এ ছাড়া ক্যামরন করেন ৪৭ রান। তাঁকে বোল্ড করে বিদায় করেন ওয়াশিংটন সুন্দর। এরপর শেষের দিকের ব্যাটসম্যানদের ওপর ভর করে তিনশ ছাড়ানো সংগ্রহ পায় স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : (আগের দিন শেষে ২৭৪/৫) ১১৪.২ ওভারে ৩৬৯ (ক্যামরন ৪৭, পেইন ৫০, স্টার্ক ২০*, লায়ন ২৪, হ্যাজেলউড ১১; সিরাজ ২৮-১০-৭৭-১, নটরাজন ২৪.২-৩-৭৮-৩, শার্দুল ২৪-৬-৯৪-৩, সাইনি ৭.৫-২-২১-০, ওয়াশিংটন ৩১-৬-৮৯-৩, রোহিত ০.১-০-১-০)।
ভারত ১ম ইনিংস : ২৬ ওভারে ৬২/২ (রোহিত ৪৪, শুভমান ৭, পুজারা ৮*, রাহানে ২*; স্টার্ক ৩-১-৮-০, হ্যাজেলউড ৮-৪-১১-০, কামিন্স ৬-১-২২-১, ক্যামেরন ৩-০-১১-০, লায়ন ৬-২-১০-১)।