শুরুর ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছে সাকিবদের খুলনা
ফরচুন বরিশালের বিপক্ষে ওপেনিংয়ে পরিবর্তন এনেছে জেমকন খুলনা। এনামুল হক বিজয় ও সাকিব আল হাসানের পরিবর্তে ওপেন করেছেন জাকির হোসেন ও জহুরুল অমি। তবে পরিবর্তন এনেও লাভ হয়নি। দলীয় জুহুরুলের বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। তবে শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেট জুটিতে এগিয়ে যাচ্ছে জেমকন খুলনা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জেমকন খুলনার সংগ্রহ এক উইকেটে ৭৩ রান। উইকেটে আছেন ইমরুল কায়েস ও জাকির হোসেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। পূর্বনির্ধারিত সময় থেকে দুই ঘণ্টা এগিয়ে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১২টায়।
চলমান টি-টোয়েন্টি টুর্নামেন্টে স্বস্তিতে নেই ফরচুন বরিশাল। টানা পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে তামিম ইকবালের দল। টুর্নামেন্টে চার ম্যাচ খেলে কেবল একটিতে জয়ের মুখ দেখেছে দলটি। দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানির দিকে তাদের অবস্থান। তাই খুলনার বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া তামিম-তাসকিনরা।
অন্য দিকে এই টুর্নামেন্টের সবচেয়ে তারকাবহুল দল জেমকন খুলনা। তবে এই তারকাঠাসা দল নিয়ে তারাও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। টুর্নামেন্টে চার ম্যাচ খেলে দুটিতে জিতেছে, দুটিতে হেরেছে। খুব একটা ছন্দে নেই দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বল হাতে ঠিক থাকলেও ব্যাটিংয়ে আলো ছড়াতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। তাই ম্যাচটি দিয়ে সাকিবের ব্যাটিংয়ে ঝলক দেখতে মুখিয়ে ক্রিকেট ভক্তরা।