শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/01/bd-pm_open-9th-bangabandhu-bd-games-.jpg)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজন হচ্ছে ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস’। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গেমস। চলবে ১১ এপ্রিল পর্যন্ত। সাতটি জেলার ২৯টি ভেন্যুতে ৩১ ডিসিপ্লিনের পাঁচ হাজার ৩০০ ক্রীড়াবিদ ১২৭১টি পদকের জন্য লড়বেন। এর মধ্যে স্বর্ণ পদক রয়েছে ৩৭৮টি।
গেমসটি গত বছর এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সেই সময় গেমস আয়োজন করা সম্ভব হয়নি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/01/bd-pm_open-9th-bangabandhu-bd-games-2.jpg)
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গেমসের উদ্বোধন করেন।
এদিকে আগেই নারী ক্রিকেট দলের খেলা সিলেটে শেষ হয়েছে। পুরুষ ফুটবল দলের খেলা শুরু হয়েছে সম্প্রতি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/01/bd-pm_open-9th-bangabandhu-bd-games-8.jpg)
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মশাল বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গীপাড়ায় তাঁর সমাধিস্থলে প্রজ্বালন করা হয়। এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে মশাল প্রজ্বালন করেন গলফার সিদ্দিকুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা। ক্রীড়াবিদদের শপথ পাঠ করান দেশসেরা আর্চার রোমান সানা।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/01/laser-shows-and-colorful-fireworks-10.jpg)
গেমস আয়োজনে বাজেট ধরা হয়েছিল ৩৮ কোটি টাকা। শেষ পর্যন্ত তা কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে। সরকার থেকে ১৫ কোটি টাকা পাচ্ছে বিওএ।