শেরেবাংলায় পর্দা উঠল ঢাকা প্রিমিয়ার লিগের
‘হোম অফ ক্রিকেট’ গ্রাউন্ডে গত রাতেই ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে আনন্দে ভেসেছিল পুরো শেরেবাংলা। সেই রেশ না কাটতেই এবার একই ভেন্যুতে পর্দা উঠলো ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিডিসিএল)।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকালে বেলুন উড়িয়ে যাত্রা শুরু হয় প্রিমিয়ার লিগের এবারের আসরে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিসের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক সালাউদ্দিন চৌধুরী ও পৃষ্ঠোপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।
গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে—সেখানেই থাকছে ওয়ালটন। তারই ধারাবাহিকতায় ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগে টানা ১১টি আসরে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২২-২৩।’
উদ্বোধনী দিনে শেরেবাংলায় মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রথম বিভাগ থেকে উঠে আসা ক্লাব ঢাকা লেপার্ড।
দিনের আরেক ম্যাচে নারায়াণগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মুখোমুখি লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রথম বিভাগ থেকে উঠে আসা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আর বিকেএসপিতে মুখোমুখি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও সিটি ক্লাব।