শ্রীনিবাসের বাবার মৃত্যুতে বিসিবির শোক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনের বাবা কৃষ্ণান চন্দ্রশেখরন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভারতের মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬২ বছর।
এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে শ্রীনিবাস চন্দ্রশেখরনের বাবা কৃষ্ণান চন্দ্রশেখরনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি।
শ্রীনিবাসের পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করেছে বিসিবি।