‘সাকিবের অনুপস্থিতি দলে প্রভাব ফেলবে’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে সাকিব আল হাসানকে পাচ্ছে না জেমকন খুলনা। পারিবারিক কারণে আজ মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। শিরোপা নির্ধারণী ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি দলে প্রভাব ফেলবে বলে মনে করেন জেমকন খুলনার কোচ মিজানুর রহমান বাবুল।
শ্বশুরের অসুস্থতার কারণে গতকাল সোমবার ম্যাচ শেষে টিম হোটেল ছাড়েন সাকিব। টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে আজ রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রাওনা দেওয়ার কথা তাঁর।
এ ব্যাপারে খুলনার কোচ মিজানুর রহমান বলেন, ‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই দলে প্রভাব ফেলবে। সে একজন বাঁহাতি স্পিনার, একজন ব্যাটসম্যান ও একজন অভিজ্ঞ খেলোয়াড়।’
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এই টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন সাকিব। যদিও ব্যাটে-বলে খুব একটা জ্বলে উঠতে পারেননি। পুরো টুর্নামেন্টে নয় ম্যাচ খেলে ব্যাট হাতে ১১০ রান করেছেন। বল হাতে নিয়েছেন ছয় উইকেট।
সাকিবকে চেনা ছন্দে না পাওয়ার কারণ সম্পর্কে খুলনার কোচ বলেন, ‘সাকিব অনেকদিন পর মাঠে নেমেছে। শ্রীলঙ্কা সিরিজের জন্য বিকেএসপিতে অনুশীলন করেছিল। তবে সেরকম প্রস্তুতি হয়তো ছিল না। তাই হয়তো বড় সাফল্য পায়নি।’
আগামী ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে জেমকন খুলনা।