সাবেক ক্রিকেটার এ এস এম ফারুক আর নেই
বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক ম্যানেজার এ এস এম ফারুক আর নেই। গতকাল বুধবার রাত ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাবেক এই ক্রিকেটারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ এস এম ফারুকের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বিসিবি। তাঁর বয়স ছিল ৭৫ বছর।
এর আগে মারা যান বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) হোসেন ইমাম। তাঁরই ভগ্নিপতি ছিলেন ফারুক।
শামীম কবিরের নেতৃত্বে ঢাকায় ১৯৭৬ সালে এমসিসির বিপক্ষে তিন দিনের বেসরকারি টেস্ট ম্যাচে বাংলাদেশের যে দলটি অংশ নিয়েছিল, সেই দলের সদস্য ছিলেন এ এস এম ফারুক। ১৯৭৭-৭৮ মৌসুমে প্রথম ঢাকা লিগে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় মোহামেডান।
এ ছাড়া ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার ছিলেন এ এস এম ফারুক।