সিডনিতে কঠিন পরীক্ষার সামনে ভারত
লক্ষ্য বিশাল। জিততে হলে চাই ৪০৭ রান। দ্বিতীয় ইনিংসে এই রান তাড়া করে জেতা বেশ কঠিনই ভারতের জন্য। আগামীকাল সোমবার সিডনি টেস্টের শেষ দিনে ভারতকে কঠিন পরীক্ষা দিতে হবে। জিততে হলে এই রান তাড়া করতে হবে সফরকারীদের, হার এড়াতে হলে টিকে থাকতে হবে পুরোদিন।
আজ রোববার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেটে ৯৮ রান নিয়ে দিন শেষ করেছে ভারত। উইকেটে ছিলেন চেতেশ্বর পুঁজারা (৯) ও অধিনায়ক আজিঙ্কা রাহানে (৪)। এখনো ৩০৯ রানে পিছিয়ে আছে ভারত। অন্যদিকে জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই আট উইকেট।
দিনের শেষ দিকে ৪০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতকে ভালো শুরু এনে দেন শুভমান গিল ও রোহিত শর্মা। থিতু হয়ে যাওয়া এই জুটি ভেঙে অসি শিবিরে স্বস্তি ফেরান জশ হেজেলউড। ৩১ রানের মাথায় টিম পেইনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শুভমান। ভাঙে ৭১ রানের ওপেনিং জুটি।
এরপর ৯৫ বলে হাফসেঞ্চুরি স্পর্শ করেন রোহিত। তাঁকেও টিকতে দেননি অসিরা। প্যাট কামিন্সের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন ভারতীয় ওপেনার। ফেরেন ৫২ রানে। এরপর রাহানে ও পুজারার ব্যাটে দিন শেষ করে ভারত।
এর আগে ২ উইকেটে ১০৩ রান নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আজ ছয় উইকেটে ৩১২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন ক্যামেরন গ্রিন। দ্বিতীয় সর্বোচ্চ ৮১ রান করেন স্টিভেন স্মিথ। ১৬৭ বলে আট বাউন্ডারি ও এক ছক্কায় সাজানো ছিল স্মিথের ইনিংস। ৭৩ রান করেন মার্নাস লাবুশেন।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৩৮
ভারত ১ম ইনিংস: ২৪৪
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ৮৭ ওভারে ৩১২/৬ ইনিংস ঘোষণা (লাবুশেন ৭৩, স্মিথ ৮১, ওয়েড ৪, গ্রিন ৮৪, পেইন ৩৯*; বুমরাহ ২১-৪-৬৮-১, সিরাজ ২৫-৫-৯০-১, সাইনি ১৬-২-৫৪-২, অশ্বিন ২৫-১-৯৫-২)।
ভারত ২য় ইনিংস : (লক্ষ্য ৪০৭), ৩৪ ওভারে ৯৮/২ (রোহিত ৫২, গিল ৩১, পুজারা ৯*, রাহানে ৪*; স্টার্ক ৬-০-২৭-০, হেইজেলউড ৮-৩-১১-১, কামিন্স ৯-১-২৫-১, লায়ন ৯-৩-২২-০, গ্রিন ২-০-১২-০)।