অভিষেকের পরের ম্যাচেই ছিটকে গেলেন পুকোভস্কি

সিডনিতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয়েছিল তরুণ ব্যাটসম্যান উইল পুকোভস্কির। অভিষেক ম্যাচে দারুণ পারফরম্যান্সে সম্ভাবনা জাগিয়েছেন এই তরুণ। কিন্তু অভিষেকের পরের ম্যাচেই পেলেন দুঃসংবাদ। চোটের কারণে ফিটনেস পরীক্ষায় পাস করতে না পারায় ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন পুকোভস্কি।
আজ বৃহস্পতিবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাঁর বদলে ভারতের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিং করবেন মার্কাস হ্যারিস।
গতকাল বুধবার অনুশীলন করতে গিয়ে হালকা চোট পান পুকোভস্কি। এর পর জানা যায়, শেষ টেস্টে থাকছেন না তরুণ এই ওপেনার।
শেষ টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশে আর কোনো পরিবর্তন নেই। আগামী শুক্রবার ব্রিসবেনের শুরু হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-১ সমতা নিয়ে মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, জস হ্যাজেলউড।