ব্রিসবেনে জিততে হলে রেকর্ড গড়তে হবে ভারতকে
ব্রিসবেন টেস্টে ভারতের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। জিততে হলে ভারতকে রেকর্ড গড়তে হবে। ইতিহাস গড়ে ম্যাচ জিততে ভারতের চাই ৩২৮ রান।
প্রথম ইনিংসে ৩৩ রানের লিড নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৯৪ রান করে। তাই স্বাগতিকরা এগিয়ে যায় ৩২৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ভারত স্কোরবোর্ডে ৪/০ তুলেছে। বৃষ্টির জন্য তৃতীয় সেশনের অধিকাংশ সময়ের খেলা বাতিল হয়ে যায়।
ভারতের হয়ে এদিন বল হাতে মাতিয়েছেন মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। সিরাজ ক্যারিয়ারের তৃতীয় টেস্টে প্রথমবার পাঁচ উইকেট শিকার করেছেন। আর ব্যক্তিগত দ্বিতীয় টেস্টে শার্দুল ঠাকুর নিয়েছেন চার উইকেট।
চতুর্থ দিনে ওয়ানডে মেজাজে ব্যাট করে ভারতের সামনে বড় রানের লিড নেয় অস্ট্রেলিয়া। অসি ইনিংসকে টানলেন স্টিভ স্মিথ ও ওয়ার্নার। স্মিথের ৫৫ রান দলের সর্বোচ্চ স্কোর। আর ওয়ার্নার করেন ৪৮ রান। আর মার্কাস হ্যারিস (৩৮), লাবুশানে (২৫), ক্যামেরন গ্রিন (৩৭), অধিনায়ক টিম পেইন (২৭) ও প্যাট কামিন্স (২৮) অল্পবিস্তর অবদান রাখেন।
এর আগে গতকাল রোববার তৃতীয় দিনের তৃতীয় সেশনেও ভারতের স্কোরবোর্ডে ছিল ছয় উইকেটে ১৮৬ রান। আর সেই অবস্থা থেকে ভারত পৌঁছে যায় বড় সংগ্রহে। ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুরের ফিফটিতে ভারতীয় দল প্রথম ইনিংসে গড়ে তিন শতাধিক রান।
ক্যারিয়ারের টেস্ট খেলতে নামা ওয়াশিংটন সুন্দর ও দ্বিতীয় টেস্টে নামা শার্দুল ঠাকুর ব্যাট হাতে দারুণ দৃঢ়তা দেখিয়েছেন। তাঁদের আউট করতেই ঘাম ছুটে যায় অসিদের বিশ্বসেরা বোলিং লাইনআপের।
সপ্তম উইকেটে দুজন মিলে ভারতীয় ইনিংসে যোগ করেন ১২৩ রান। শেষ পর্যন্ত আউট হওয়ার আগে শার্দুল ও ওয়াশিংটন করেছেন যথাক্রমে ৬৭ ও ৬২ রান।
সেই জুটি থামালেও অস্ট্রেলিয়ার যা ক্ষতি হওয়ার ততক্ষণে হয়ে গেছে। ১৮৬ রানের মাথায় বিপর্যয়ে পড়া ভারত ইনিংস শেষ করে ৩৩৬ রানে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩৬৯ রান। মাত্র ৩৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে অসিরা বিনা উইকেটে ২১ রান করে। ক্রিজে অপরাজিত দুই ওপেনার ওয়ার্নার (২০) ও হ্যারিস (১)।