সেঞ্চুরির পর বল হাতেও উজ্জ্বল ‘বিতর্কিত’ নাসির
এক সময় তিনি ছিলেন জাতীয় দলের অপরিহার্য অংশ। ব্যাট ও বল হাতে দেশকে বহু সাফল্য এনে দিয়েছেন। ক্রিকেটার নাসির হোসেন সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের ঘটনায় ছিলেন আলোচনায়। অনেক বিতর্কিত কাণ্ডে সমালোচিত হয়েছেন ফিনিশার খ্যাত এই তারকা।
এই সব সমালোচনাকে উড়িয়ে দিয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নাসির। আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে হাঁকালেন দারুণ একটি সেঞ্চুরি। গতকাল ৯৩ রানে অপরাজিত থাকা নাসির এদিন বিকেএসপিতে রংপুর বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে তুলে নেন শতক।
নাসির ১১৫ রান করেন ২৫২ বল খেলে ৩৩০ মিনিট পিচে থেকে। যাতে ১১টি বাউন্ডারির সঙ্গে মেরেছেন ৪টি ছক্কাও।
সেঞ্চুরির পর বল হাতেও আলো ছড়িয়েছেন তিনি। দারুণ বোলিংয়ে ঢাকা বিভাগকে কম রানে থামিয়ে দিয়েছেন রংপুর বিভাগের এই বোলার। ৯.৫ ওভারে ২১ রান দিয়ে চার উইকেট নিয়েছেন তিনি।
এই ম্যাচে জয়ের জন্য শেষ দিনে ২২৯ রান চাই রংপুরের। আর ঢাকার নিতে হবে আট উইকেট।