দেশকে সেরাটা দেওয়া বাকি, বিশ্বাস নাসিরের

দেশের ক্রিকেটে নাসির হোসেন এসেছিলেন আশার আলো হয়ে। ব্যাট হাতে ফিনিশিং আর বল হাতে তার অফ স্পিন দেশকে এনে দিয়েছিল আনন্দের উপলক্ষ। কিন্তু যতটা আলোড়ন তুলে আসেন নাসির, হারিয়ে যান ততটা সমালোচিত হয়ে। আইসিসির নিষেধাজ্ঞায় তো ক্রিকেট থেকেই দূরে থাকতে হয়েছে সর্বশেষ দুই বছর।
নিষেধাজ্ঞা কাটিয়ে সোমবার (৭ এপ্রিল) ক্রিকেটে ফিরেছেন নাসির। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলতে নামেন নাসির। বল হাতে ১০ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট শিকার করেন তিনি। পরে তিন নম্বরে ব্যাট হাতে নেমে ২ চারে ১১ বলে ৯ রান করেন। তার ফেরার ম্যাচে ৮ উইকেটে জিতেছে রূপগঞ্জ।
আইসিসির কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর প্রতিযোগিতামূলক ক্রিকেট দিয়ে মাঠে ফেরা নাসির স্বপ্ন দেখছেন আবারও। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার আশাবাদী জাতীয় দলে ফেরার ব্যাপারে। মাঠে ফেরায় আবারও জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখছেন তিনি। নাসির মনে করেন জাতীয় দলের হয়ে এখনও নিজের সেরাটা দেওয়ার সুযোগ আছে তার।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে নাসির বলেন, ‘যারা ক্রিকেট খেলে তারা সবাই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে। যদি সেরা পারফর্ম করতে পারি, এখনও বিশ্বাস করি আমার সুযোগ আছে। যতদিন সম্ভব হবে, ততদিন খেলা চালিয়ে যেতে চাই। দেশকে দেওয়া আছে অনেক কিছু।’