হাফসেঞ্চুরি করে ফিরলেন পারভেজ
গুরুত্বপূর্ণ তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ফরচুন বরিশাল। ওই সময়ে দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন। দলের বিপর্যয়ে তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি। তবে হাফসেঞ্চুরির পর বেশি দূর যেতে পারলেন না পারভেজ। ৫১ রানে তাঁকে বিদায় করেন হাসান মাহমুদ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ফরচুন বরিশালের সংগ্রহ চার উইকেটে ৯৫ রান। উইকেটে আছেন তৌহিদ হৃদয়, তাঁর সঙ্গে লড়ছেন ইরফান শুক্কুর।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। এই ম্যাচ দিয়ে দীর্ঘ ১৩ মাস পর ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের ফেরার ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ।
অধিনায়কের সিদ্ধান্তটা যে সঠিক ছিল সেটা প্রমাণ করলেন বোলাররা। ইনিংসের প্রথম বলেই উইকেট পেয়ে শুরু করেন শফিউল। রানের খাতা খোলার আগে মেহেদী হাসান মিরাজকে আউট করেন তিনি। তামিম ইকবালকে শিকার বানান শহীদুল।
নিজের দ্বিতীয় ওভারে উইকেট পান সাকিব। দ্বিতীয় ওভারের প্রথম বলে আফিফকে আউট করে ফেরার উপলক্ষ্য উদযাপন দেশসেরা ক্রিকেটার।
জেমকন খুলনা : সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহুরুল ইসলাম অমি।
ফরচুন বরিশাল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দি শুভ।