হার দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালো হলো না বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। অল্প রানের পুঁজি নিয়ে শ্রীলঙ্কার সামনে পেরে উঠল না লাল-সবুজের দল। লঙ্কানদের কাছে বড় হারে শুরু হলো বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ যাত্রা।
গতকাল রোববার দিবাগত রাতে বিশ্বকাপের এক নম্বর গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ। একই গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
মেয়েদের ২০ ওভারের বিশ্বকাপে এই নিয়ে টানা ১৩ ম্যাচ হারল বাংলাদেশ। সব মিলিয়ে ১৭ ম্যাচে জয় মাত্র একটি,সেটি ছিল ২০১৪ আসরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে।
কেপটাউনে এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করে ১২৬ রান। জবাব দিতে নেমে শুরুর দিকে কিছুটা বাধা সৃষ্টি করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি বাংলাদেশ। হার্শিথা মাদাবি ও নিলাকশি ডি সিলভার জুটিতে ১০ বল হাতে রেখে জয় পেয়ে যায় শ্রীলঙ্কা।
এদিন বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ৩২ বলে ২৯ রান করেন সোবহানি মুস্তারিন। ২৮ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। ২০ রান আসে ওপেনার শামিমার ব্যাট থেকে। বাকিরা ব্যাট হাতে ব্যর্থ ছিলেন।
বোলিংয়ে কিছুটা আশার আলো দেখান মারুফা। যদিও সেটা পরে নিভিয়ে দেন লঙ্কানদের শক্ত জুটি হয়ে উইকেটে থিতু হয়ে যাওয়া হার্শিথা মাদাবি ও নিলাকশি। তবে লঙ্কানদের তিন উইকেটের তিনটিই নিয়েছেন মারুফা। ৪ ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট নেন তিনি।
শ্রীলঙ্কাকে জেতানো হার্শিথা মাদাবি ওপেনিংয়ে নেমে উপহার দেন ৬৯ রানের ইনিংস। ৪১ রানের ইনিংস খেলেন নিলাকশি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১২৬/৮ (শামিমা ২০, মুর্শিদা ০, সোবহানি ২৯, নিগার ২৮, লতা ১১, স্বর্ণা ৫, রিতু ২, সালমা ৯*, নাহিদা ৮, জাহানারা ১*; কুলাসুরিয়া ২-০-১৬-০, ওশাদি ৪-০-২৩-৩, সুগান্দিকা ৩-০-২২-০, কাঞ্চনা ২-০-১২-০, রানাভিরা ৪-০-১৮-১, দিলহারি ১-০-১২-০, আতাপাত্তু ৪-০-১৯-২)।
শ্রীলঙ্কা নারী দল: ১৮.২ ওভারে ১২৯/৩ (হার্শিথা ৬৯*, আতাপাত্তু ১৫, গুনারত্নে ১, আনুশকা ০, নিলাকশি ৪১*; জাহানারা ৩-০-১৯-০, সালমা ৪-০-৩২-০, মারুফা ৪-১-২৩-৩, নাহিদা ৩-০-১৪-০, রিতু ৩-০-৩১-০, স্বর্ণা ১.২-০-১০-০)।
ফল: শ্রীলঙ্কা নারী দল ৭ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: হার্শিথা মাদাবি।