হেলসের বদলে আইপিএলে ভাগ্য খুলল ফিঞ্চের
নিলামে দল পেয়েও আসন্ন আইপিএলে খেলবেন না ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটার অ্যালেক্স হেলস। জৈব-সুরক্ষার ক্লান্তির জন্য আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন তিনি। তাঁর বদলে আইপিএলে ভাগ্য খুলল অ্যারন ফিঞ্চের। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
এক বিবৃতিতে হেলসের সরে দাঁড়ানোর খবরটি নিশ্চিত করেছে কলকাতা। নিলাম থেকে এক কোটি ৫০ লাখ রুপিতে তাঁকে দলে ভিড়িয়েছিল তারা। তবে, সুরক্ষা-বলয়ে খেলার ক্লান্তি নিতে পারবেন না বলে তিনি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন।
হেলসের বদলে একই দামে ফিঞ্চকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে নিলামে দুই দফায় নাম উঠলেও দল পাননি অসি তারকা। এবার হেলসের বদলে আইপিএলে সুযোগ হয়ে গেল তাঁর।
কলকাতার আগে আইপিএলের আটটি দলে খেলেছেন ফিঞ্চ। আইপিএল রেকর্ড সংখ্যক নয়টি দলে থাকার কীর্তি এখন ফিঞ্চের। এর আগে রাজস্থান রয়্যালস, দিল্লি ডেয়ারডেভিলস (এখনকার দিল্লি ক্যাপিটালস), পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স, মুম্বাই ইন্ডিয়ানস, গুজরাট লায়ন্স, কিংস এলেভেন পাঞ্জাব (এখনকার পাঞ্জাব কিংস), ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন এ অসি তারকা।
আগামী ২৬ মার্চ মাঠে গড়াবে এবারের আইপিএল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে লড়বে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস।