হোয়াইটওয়াশ করেও সন্তুষ্ট নন তামিম
টেস্ট ও টি-টোয়েন্টিতে চরম হতাশায় ডুবেছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করলেন তামিম ইকবাল। নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে পুরোপুরি দলের চিত্রই বদলে দিলেন তিনি। টানা তিন ম্যাচেই দাপুটে জয় ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার আনন্দ দিলেন বাঁহাতি এই ওপেনার।
বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জিতলেও অবশ্য আত্মতুষ্টিতে ভুগছেন না তামিম। এমনকি নিজেদের খুব উঁচুতেও রাখছেন না তামিম। কারণ উইকেট খেলার জন্য ততটাও ভালো ছিল না। তাই ভালো উইকেটে খেলে নিজেদের প্রমাণ করার আভাস দিলেন তামিম।
ম্যাচ শেষে অধিনায়ক বলেন, ‘আমি এ জয়গুলোকে খুব উঁচুতে রাখব না। এটা নিয়ে খুব বেশি রোমাঞ্চিত নই। কারণ উইকেটে স্পিনারদের জন্য খুব বেশি সহায়তা ছিল। এ কারণে দুনিয়া জিতে ফেলেছি, তা নয়। ভালো উইকেটে খেললে আমাদের আরও ভালো খেলতে হবে।’
সেই সঙ্গে এতদিন ধরে বেঞ্চে থাকা তাইজুলদেরও প্রশংসায় ভাসালেন অধিনায়ক, ‘আমাদের সামনে যেতে হলে বেঞ্চের শক্তি দেখতেই হবে। না হলে কীভাবে বুঝতাম তাইজুলের এই গুণ আছে, বা মোসাদ্দেকের বোলিংয়ের এই সামর্থ্য আছে। কোনো না কোনো সময় দেখতেই হবে। হয়তো একসঙ্গে পাঁচজনকে করবেন না, এক-দুই জন করে করতে হবে। ওয়ানডেতে বিশ্বের বড় দলগুলো কিন্তু এভাবেই করে, সিরিজ জিতলে খেলোয়াড় বদলায়। আমাদের আরেকটু সাহস দেখিয়ে করতে হবে। আবার আমরা এর আগে করিওনি। ফলে একটা দ্বিধা থেকে যায় সবসময়। আমি নিশ্চিত, ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন।’
গায়ানায় শনিবার দিবাগত রাতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। টানা তিন জয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। পুরো সিরিজে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অবদান রাখায় ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পান তামিম। এর কিছুক্ষণ পরই টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানিয়ে দেন তামিম।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে অবসরের ঘোষণা দিয়ে তামিম লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’