১০০০তম ওয়ানডে স্মরণীয় করে রাখল ভারত
ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০০তম ওয়ানডে ম্যাচ খেলল ভারত। ম্যাচটি স্মরণীয় করে রেখেছেন রোহিত শর্মারা। স্পিনার যুজবেন্দ্র চহাল ও ওয়াশিংটন সুন্দরের বোলিং সাফল্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজে জয় পায় ভারত। তারা ছয় উইকেটে জিতেছে।
আজ রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং করতে পাঠায় ভারত। ওয়েস্ট ইন্ডিজকে ১৭৬ রানে আটকে ফেলে ভারতীয় বোলিং লাইন।
মোহাম্মদ সিরাজ ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটটি তুলে নেন। পরে মূল কাজটি সারেন চহাল। ৯.৫ ওভার বোলিং করে মাত্র ৪৯ রানে চার উইকেট নেন তিনি। শামারা ব্রুকস, নিকোলাস পুরান, কিরণ পোলার্ড ও আলজারি জোসেফকে শিকার বানান তিনি।
জেসন হোল্ডারের সর্বোচ্চ ৫৭ রান করেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। ব্যাটিং সহায়ক উইকেটে ১৭৭ রান তাড়ায় সহজেই জয় তুলে নেয় ভারত। মাত্র ৪ উইকেট হারিয়ে ২৮ ওভারে জয় তুলে নেয় রোহিত-কোহলিরা। অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে আসে ৬০ রান। ঈশান কিষান ২৮ করেন। সাবেক অধিনায়ক বিরাট কোহলি করেন ৮ রান। শেষ পর্যন্ত ৩৪ রানে অপরাজিত ছিলেন সূর্যকুমার যাদব। অভিষেক হওয়া দীপক হুডার ব্যাট থেকে এসেছে অপরাজিত ২৬ রান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট পেয়েছেন আলজারি জোসেফ।