২৮ রানে ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার বড় পরাজয়
ব্যাটিংয়ের শুরুটা ছিল দুর্দান্ত। এক উইকেটেই দলীয় শতরান স্পর্শ করে শ্রীলঙ্কা। কিন্তু স্কোরবোর্ডে ১০০ রান তোলার পরপরই পাল্টে যায় দৃশ্যপট। তাসের ঘরের মতো ভাঙতে থাকে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। ব্যাটিং ধসে পরের ২৮ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এরপর এই পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা।
কলম্বোর আর প্রেমাদাসায় গতকাল মঙ্গলবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটে জিতল অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অ্যারন ফিঞ্চের দল।
টস হেরে ব্যাট করতে নেমে ৩৯ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় জুটি মিলে দলকে ১৪ ওভারেই এনে দেন শতরান। কিন্তু এরপর যেন লঙ্কান ব্যাটাররা মেতেছেন আসা-যাওয়ার মিছিলে। পরে ২৮ রানেই ধসে পড়ে তাদের ব্যাটিং।
জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক মিলে রীতিমতো চেপে ধরেন লঙ্কান ব্যাটারদের। দুজনে মিলেই ভাগ করে নেন ৭ উইকেট। একটি নেন কেইন রিচার্ডসন। আর একটি হয় রানআউট।
১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটেই জয় তুলে নেয় অসিরা। এই লক্ষ্য ছুঁতে মাত্র ১৪ ওভার সময় নেয় অস্ট্রেলিয়া। ইনিংস শেষেও তাদের হাতে থাকে ৩৬ বল। অসি অধিনায়ক ফিঞ্চ খেলেন ৪০ বলে ৬১ রানের ইনিংস। তাঁর সঙ্গে থাকা আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার খেলেন ৪৪ বলে ৭০ রানের ইনিংস। দুজনেই শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। একই মাঠে আজ বুধবার দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচানোর লড়াইয়ে ফের অসিদের মুখোমুখি হবে লঙ্কানরা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ১৯.৩ ওভারে ১২৮ (নিসানকা ৩৬, গুনাথিলাকা ২৬, আসালাঙ্কা ৩৮, মেন্ডিস ১, রাজাপাকসা ০, শানাকা ০, হাসারাঙ্গা ১৭, করুনারত্নে ১, চামিরা ১, থিকশানা ১, থুসারা ০*; স্টার্ক ৪-০-২৬-৩, হেইজেলউড ৪-০-১৬-৪, মার্শ ২-০-২১-০, ম্যাক্সওয়েল ২-০-১৮-০, রিচার্ডসন ৩.৩-০-২২-১, অ্যাগার ৪ -০-২৫-০)।
অস্ট্রেলিয়া: ১৪ ওভারে ১৩৪/০ (ফিঞ্চ ৬১*, ওয়ার্নার ৭০*; থিকশানা ৪-০-২৫-০, থুসারা ২-০-২১-০, চামিরা ৪-০-৪৮-০, হাসারাঙ্গা ২-০-২৭-০, আসালাঙ্কা ২-০-১৩-০)।
ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জশ হেইজেলউড।