টি-টোয়েন্টিতে কামিন্স নেই, টেস্ট দল থেকে বাদ পড়েছেন হ্যারিস
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্সকে। সিরিজটি এই বছরের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে। পাঁচটি ওডিআই, দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। অস্ট্রেলিয়া পূর্ণ-শক্তির দল নিয়ে এই সিরিজে যাচ্ছে। আজ শুক্রবার সিরিজের দল ঘোষণা করে অস্ট্রেলিয়া।
মার্কাস হ্যারিস ১৬ সদস্যের টেস্ট স্কোয়াডে নেই। তিনি অস্ট্রেলিয়া 'এ' স্কোয়াডের হয়ে খেলবেন। সীমিত ওভারের দলে পরিবর্তন এসেছে। মিচেল স্টার্ক, জোশ হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ম্যাথু ওয়েডরা ফিরেছেন। গত মাসে পাকিস্তানে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা বেন ম্যাকডারমট এবং মাইকেল নেসারের এই দলে জায়গা হয়নি।
আর অ্যাডাম জাম্পার প্রথম সন্তান হচ্ছে, তাই পুরো সফরটি মিস করবেন। আর এটি হবে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের প্রধান কোচ হিসেবে প্রথম সফর।
শ্রীলঙ্কায় সাম্প্রতিক অভ্যন্তরীণ সমস্যা সত্ত্বেও এই গ্রীষ্মে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) – উভয় বোর্ড এই বিষয়টি নিশ্চিত করেছে।
অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের কারণে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা এখন বেড়েছে। এটি মূলত সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের কারণে টুর্নামেন্টটি অনিশ্চিত হয়ে পড়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একজন কর্মকর্তা বলেন, অস্ট্রেলিয়া সফরের পর আমরা সিদ্ধান্ত নেব।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি ৭ জুন থেকে ১২ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সীমিত ওভারের ম্যাচ গুলো কলম্বো এবং ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে। দুটি টেস্ট হবে গলে।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, জশ হ্যাজেলউড, জশ ইঙ্গলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝিয়ে রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, মিচেল সুইপসন, ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড।
অস্ট্রেলিয়া ওয়ানডে দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, মিচেল সুইপসন, ডেভিড ওয়ার্নার।
অস্ট্রেলিয়া টেস্ট দল : প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, ডেভিড ওয়ার্নার।
অস্ট্রেলিয়া ‘এ’ দল : শন অ্যাবট, স্কট বোল্যান্ড, পিটার হ্যান্ডসকম্ব, অ্যারন হার্ডি, মার্কাস হ্যারিস, ট্র্যাভিস হেড, হেনরি হান্ট, জশ ইঙ্গলিস, ম্যাথিউ কুহেনম্যান, নিক ম্যাডিনসন, টড মারফি, জশ ফিলিপ, ম্যাট রেনশ, ঝিয়ে রিচার্ডসন, মার্ক সাংহা, মার্ক সাংহা।