৮০০ মিটার ফ্রি-স্টাইলে ফের লেডেকির বাজিমাত
মেয়েদের ৮০০ মিটার ফ্রি-স্টাইল মানেই কেটি লেডেকির সোনার হাসি। অলিম্পিকে গত দুই বছর ধরে এই ইভেন্টের স্বর্ণ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু। এবার টোকিওতেও করলেন বাজিমাত। টোকিও অলিম্পিকে মেয়েদের ৮০০ মিটার ফ্রি-স্টাইলে স্বর্ণ জিতলেন লেডেকি।
আজ শনিবার টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ৮ মিনিট ১২ দশমিক ৫৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের সাঁতারু লেডেকি। দুবার লেডেকিকে হারিয়ে স্বর্ণ জিতলেও এবার রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আরিয়ার্ন টিটমাসকে। ১ দশমিক ২৬ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন তিনি। ৮ মিনিট ১৮ দশমিক ৩৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ইতালির সিমোনা কুয়াদারেল্লা।
টোকিওতে এটি লেডেকির দ্বিতীয় স্বর্ণ জয়। মেয়েদের ১৫০০ মিটারে সোনা জিতেছেন ২৪ বছর বয়সী মার্কিন সাঁতারু লেডেকি। ওই বিভাগের সোনা-রুপা দুটিই গেছে যুক্তরাষ্ট্রের ঝুলিতে। স্বর্ণ জেতার পথে লেডেকির সময় লেগেছে ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড। তাঁর দেশীয় সতীর্থ এরিকা সুলিভান ১৫ মিনিট ৪১.৪১ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। আর ১৫ মিনিট ৪২.৯১ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন জার্মানির সারাহ কোলার।
এর আগে লেডেকিকে হারিয়ে টোকিও অলিম্পিকে ৪০০ মিটার ফ্রি-স্টাইলের স্বর্ণ নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ার সাঁতারু টিটমাস।
৪০০ মিটারের পর টিটমাস ছন্দ ধরে রেখেছেন ২০০ মিটার ফ্রি-স্টাইলেও। এই ইভেন্টেও স্বর্ণ জেতেন টিটমাস। এই ইভেন্টে কোনো পদকই জুটেনি লেডেকির। ৪০০ মিটার ফ্রি-স্টাইলে রুপা জেতা লেডেকি ২০০ মিটার ফ্রি-স্টাইল থেকে ফেরেন শূন্য হাতে।