আবার বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিক বিলবাও
কোপা দেল রের শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে বার্সেলোনাকে কোনোভাবেই চাননি অ্যাথলেটিক বিলবাওয়ের খেলোয়াড়-সমর্থকরা। বারবার এই বার্সেলোনার কাছে হেরেই যে শেষ হয় তাদের শিরোপাজয়ের স্বপ্ন! কিন্তু এবারও সেই বার্সাকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অ্যাথলেটিক বিলবাও। কোপা দেল রের শেষ ষোলোর লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে খেলতে হবে ভালো ফর্মে থাকা সেভিয়ার বিপক্ষে।
গত আট মৌসুমে তিনবার বার্সার কাছে হেরেই শিরোপাজয়ের স্বপ্ন শেষ হয়েছিল বিলবাওয়ের। গত মৌসুমের কোয়ার্টার ফাইনালেও বিলবাওকে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছিল বার্সেলোনা। শেষমেশ শিরোপাটাও উঠেছিল স্পেনের অন্যতম সেরা এই ক্লাবের ট্রফি কেসে। এবার আর কোয়ার্টার ফাইনাল না, শেষ ষোলোতেই বার্সেলোনার সামনে পড়ে গেছে অ্যাথলেটিক বিলবাও। জানুয়ারির প্রথম সপ্তাহে নিজেদের মাঠেই তারা খেলবে প্রথম লেগের ম্যাচটি। এক সপ্তাহ পরে বিলবাওকে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে হবে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে গিয়ে।
বার্সেলোনার তুলনায় কঠিন প্রতিপক্ষ পেয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদকে খেলতে হবে সেভিয়ার বিপক্ষে। এবারের মৌসুমের শুরুতে উয়েফা সুপারকাপে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচটা জিততে বেশ কষ্টই করতে হয়েছিল রিয়ালকে। দানি কারভাহালের শেষমুহূর্তের গোলে রিয়াল পেয়েছিল ৩-২ গোলের জয়।
এবারের মৌসুমে সেভিয়া আছেও দারুণ ফর্মে। লা লিগার পয়েন্ট তালিকায় তারা আছে বার্সেলোনার পরেই, তৃতীয় স্থানে। ১৬ ম্যাচ খেলে সেভিয়ার সংগ্রহ ৩৩ পয়েন্ট। বার্সেলোনার ৩৪।
স্পেনের আরেক সেরা ক্লাব আতলেতিকো মাদ্রিদকে কোপা দেল রের শেষ ষোলোতে খেলতে হবে লাস পালমাসের বিপক্ষে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আছে আরেকটি ম্যাচে। সেখানে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে ভিলারিয়াল। লা লিগায় একে অপরের সঙ্গে পাল্লা দিয়েই লড়ছে এই দুই দল। ২৯ পয়েন্ট নিয়ে ভিলারিয়াল ও সোসিয়েদাদ আছে পয়েন্ট তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে।