রেকর্ডে না, শিরোপায় চোখ চেলসি কোচের
ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমটা খুব একটা ভালো কাটেনি চেলসির। হোসে মরিনিয়োর অধীনে মৌসুম শেষ করেছিল পয়েন্ট তালিকার দশম স্থান নিয়ে। তবে এবার চেলসির কোচের দায়িত্ব নিয়ে দৃশ্যপট দারুণভাবেই বদলে দিয়েছেন অ্যান্তোনিও কন্তে। প্রিমিয়ার লিগে একের পর এক জিতেই চলেছে পাঁচবারের শিরোপাজয়ীরা। গড়েছে টানা ১২টি ম্যাচ জয়ের নতুন রেকর্ড। সামনে আছে আরো একটি দারুণ রেকর্ডের হাতছানি। তবে এসব রেকর্ডে খুব বেশি আগ্রহ নেই কন্তের। প্রিমিয়ার লিগের শিরোপা জয়টাকেই প্রাধান্য দিতে চান চেলসির ইতালিয়ান এই কোচ।
২০০৯ সালে চেলসি জয় পেয়েছিল টানা ১১টি ম্যাচে। সেটাই ছিল তাদের একটানা জয়ের রেকর্ড। এবার নিজেদের আরো উঁচুতে নিয়ে গেছে ব্লুরা। জয় পেয়েছে টানা ১২টি ম্যাচে। সোমবার বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়ে চেলসি গড়েছে টানা ম্যাচ জয়ের নতুন ক্লাব রেকর্ড।
এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে প্রিমিয়ার লিগের একটানা জয়ের রেকর্ডও নিজেদের দখলে নিয়ে নিতে পারে চেলসি, যেটা এখন আছে আর্সেনালের দখলে। ২০০২ সালে আর্সেনাল জিতেছিল টানা ১৪টি ম্যাচ। নতুন রেকর্ড গড়ায় সন্তুষ্টি প্রকাশ করলেও খুব বেশি আত্মতৃপ্তিতেও ভুগতে চাইছেন না চেলসির কোচ কন্তে। তিনি বলেছেন, ‘প্রিমিয়ার লিগে একটানা ১২টি ম্যাচ জেতাটা সহজ ব্যাপার না। আমরা দারুণ সময় কাটিয়েছি। কিন্তু এখন গুরুত্বপূর্ণ হচ্ছে, এই জয়ের ধারাটা অব্যাহত রাখা। আমার কাছে পয়েন্ট টেবিলটাই গুরুত্বপূর্ণ। ১২টি জয় দিয়ে আমরা ৩৬ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছি। পয়েন্ট টেবিলে আমাদের অবস্থানটাও এখন খুব ভালো। রেকর্ডটা শুধু এটার জন্যই গুরুত্বপূর্ণ। আমার সব সময়ই মনে হয় যে, রেকর্ডের কোনো গুরুত্ব থাকে না যদি শিরোপাটা জেতা না যায়।’
পয়েন্ট টেবিলে সত্যিই খুব দারুণ অবস্থায় আছে চেলসি। ১৮ ম্যাচ খেলে তারা সংগ্রহ করে ফেলেছে ৪৬ পয়েন্ট। আছে শীর্ষস্থানে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের ব্যবধানটাও অনেক, সাত পয়েন্টের।