মিনিটে ছয় হাজার টাকা বেতন তেভেজের!
মাসে ছয় হাজার টাকা উপার্জন করতেও ঘাম ছুটে যায় অনেকের। করতে হয় কত পরিশ্রম, সাধ্যসাধনা। কিন্তু আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজের জন্য এই ছয় হাজার টাকা আয় করা একটা মিনিটের ব্যাপার। চীনের ক্লাব সাংহাই শেনহুয়াতে যোগ দেওয়ার ফলে বেতন হিসেবে প্রতি মিনিটেই তেভেজ পাবেন ছয় হাজার টাকা। এ সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোও পান না এত বেতন।
তেভেজ যে সাংহাই শেনহুয়াতে যোগ দিচ্ছেন, তা অনেকটাই নিশ্চিত ছিল। আজ বৃহস্পতিবার সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণাও দিয়ে ফেলেছে চায়নিজ সুপার লিগের অন্যতম সেরা এই ক্লাব। নতুন এই চুক্তির ফলে তেভেজই এখন হয়ে গেছেন ফুটবলবিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড়। কত টাকার বিনিময়ে বোকা জুনিয়র্স থেকে তেভেজকে চীনে নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু জানায়নি সাংহাই শেনহুয়া। তবে বিভিন্ন গণমাধ্যমসূত্রে জানা গেছে, তেভেজকে পেতে চীনের এই ক্লাব খরচ করেছে প্রায় নয় কোটি ডলার।
আর বেতন হিসেবে তেভেজ প্রতি মাসে পাবেন ৩৫ লাখ ডলার। সংখ্যাটা বাংলাদেশি টাকায় হিসাব করলে দাঁড়ায় ২৭ কোটি ৪৮ লাখ টাকা।
২০০১ সালে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স দিয়েই পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন তেভেজ। এরপর ইংল্যান্ডের তিনটি ক্লাব ওয়েস্ট হ্যাম, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটিতে খেলে পাড়ি জমিয়েছিলেন ইতালিতে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত জুভেন্টাসের হয়ে খেলার পর আবার ফিরে গিয়েছিলেন ছোটবেলার ক্লাব বোকা জুনিয়র্সে। সেখান থেকে এখন চীনে পাড়ি জমালেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।