রোনালদোকেও পেতে চায় চীন!
ফুটবল বিশ্বে রীতিমতো তোলপাড়ই ফেলে দিয়েছে চীন। ইউরোপীয় ফুটবলের সমকক্ষ হয়ে ওঠার জন্য একের পর এক তারকা ফুটবলারদের দলে ভেড়াচ্ছে চীনের ক্লাবগুলো। খরচ করছে বিশাল অঙ্কের টাকা। খুব সম্প্রতি ব্রাজিল ও আর্জেন্টিনার দুই তারকা অস্কার ও কার্লোস তেভেজ যোগ দিয়েছেন চীনের ক্লাবে। শুধু তাই নয়, এ সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দিকেও নজর আছে চীনের একটি ক্লাবের।
রোনালদোকে দলে ভেড়ানোর জন্য রিয়াল মাদ্রিদের কাছে প্রস্তাবও দিয়েছে চায়নিজ সুপার লিগের একটি ক্লাব। পর্তুগিজ এই তারকাকে পেতে ৩০০ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি চীনের ক্লাবটি। আর সত্যিই চীনে গেলে রোনালদো পারিশ্রমিক হিসেবে পাবেন বছরে ১০০ মিলিয়ন ইউরো। সম্প্রতি তথ্যগুলো জানিয়েছেন রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেস।
তবে চারবারের বর্ষসেরা ফুটবলার যে কোনোভাবেই চীনে যাবেন না, সেটাও জানিয়ে দিয়েছেন মেন্ডেস। স্কাই স্পোর্টস ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘টাকাটাই সব কিছু না। স্প্যানিশ ক্লাবটাই (রিয়াল মাদ্রিদ) রোনালদোর ভালোবাসা।’ গত নভেম্বরেই রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করেছেন রোনালদো। আর সেই চুক্তি অনুযায়ী তিনি রিয়াল মাদ্রিদেই থাকবেন ২০২১ সাল পর্যন্ত।
রোনালদো চীনে না গেলেও ইউরোপিয়ান লিগগুলোতে খেলা আরো অনেক তারকা ফুটবলার হয়তো ফেরাতে পারবেন না চীনের ক্লাবগুলোর লোভনীয় প্রস্তাব। যেমনটা পারেননি অস্কার বা তেভেজ। চীনের ক্লাব সাংহাই শেনহুয়াতে যোগ দেওয়ার পর তেভেজ হয়ে গেছেন বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলার। পেছনে ফেলে দিয়েছেন মেসি-রোনালদোকেও।