সাফ নারী ফুটবল
গ্রুপসেরা হয়েই সেমিতে বাংলাদেশ
প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সাবিনারা।
শনিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচে কোনো দলই হারেনি। তবে দুই ম্যাচ শেষে গোল ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশ গ্রুপসেরা হয়েছে।
এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে জিতেছিল আফগানিস্তানের বিপক্ষে। একই দলের বিপক্ষে ভারত জিতেছে ৫-১ গোলে। তাই গোল ব্যবধানে বাংলাদেশ অনেকটাই এগিয়ে রয়েছে।
মঙ্গলবার সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে মালদ্বীপের। এর আগে প্রথম সেমিতে ভারত লড়বে নেপালের সঙ্গে।