সেরা খেলোয়াড় হয়েও জামালের আক্ষেপ
বঙ্গবন্ধু গোল্ডকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি। তবে এই পুরস্কার পেয়ে যত না খুশি, তার চেয়ে অনেক বেশি হতাশ হয়েছেন ফাইনালে দল হেরে যাওয়ায়। ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়ার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সফলতাই অনেক বড়। স্বপ্ন পূরনের একেবারে কাছাকাছি এসেও শিরোপা হাতছাড়া হয়ে যাওয়ায় তিনি ভীষণ হতাশ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিতে পারলে বেশি ভালো লাগত। খারাপ লাগছে দলকে জয় এনে দিতে পারিনি বলে। নিজের খুশির চেয়ে দলের হতাশা আমাকে অনেক বেশি ব্যথিত করেছে।’
‘আসলে সেমিফাইনালের পর দলের খেলোয়াড়রা খুবই পরিশ্রান্ত ছিল। ফাইনালে এর
প্রভাব পড়েছে। তা ছাড়া জাহিদ এবং হেমন্তের না থাকা আমাদের অনেক ক্ষতি করেছে।‘
তবে পুরো টুর্নামেন্টে দল ভালো খেলেছে বলে জামাল তৃপ্ত, ‘আমাদের ফুটবলে এই টুর্নামেন্ট অনেক অবদান রাখবে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় পেয়েছি, সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়েছি। ফাইনালেও যে খারাপ খেলেছি তা বলা যাবে না। সব কিছু বিবেচনা করলে পুরো টুর্নামেন্টে আমাদের দল ভালো খেলেছে বলা যায়। এখন আমাদের কাজ হচ্ছে এই উদ্দীপনা ধরে রাখা। এবং পরবর্তীতে তা কাজে লাগানো।’