নতুন বছরেও আর্জেন্টিনার ব্যস্ততা, জেনে নিন কবে কোন খেলা
২০২৪ সালটা দারুণ কেটেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। টানা দ্বিতীয়বার ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করেছে আলবিসেলেস্তারা। বিগত বছরের মতো চলতি বছরও ব্যস্ততা থাকবে মেসিদের। একনজরে জেনে নেওয়া যাক ২০২৫ সালে আর্জেন্টিনার পূর্ণাঙ্গ সূচি।
নতুন বছরের ৬টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যার সবগুলোই বিশ্বকাপ বাছাইয়ের। তবে মেসিদের সামনে বড় কোনো চ্যালেঞ্জ। কেননা সমান ম্যাচ খেলে অন্যান্য দলগুলোর চেয়ে পয়েন্টে অনেক এগিয়ে মেসিরা। যদিও এ বছর আর্জেন্টিনার প্রতিপক্ষ বেশ কয়েকটি শক্তিশালী দল।
মার্চে বিশ্বকাপ বাছাই দিয়ে শুরু হবে আর্জেন্টিনার ব্যস্ততা। ২১ মার্চ বাছাইপর্বের দ্বিতীয় অবস্থানে থাকা শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচ হবে উরুগুয়ের মাঠে। এর চারদিন পর নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নামবেন মেসিরা। যেটি চলতি বছরের অন্যতম বড় ম্যাচ।
এরপর জুন এবং সেপ্টেম্বররে বাছাইপর্বের আরো দুটি করে ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। জুনে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে এবং সেপ্টেম্বরে ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের বিপক্ষে। এর বাইরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করতে পারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তবে এখনো তেমন কোনো সূচি নির্ধারিত হয়নি।
এদিকে, ২০২৬ সালের মার্চে ফিনালিসিমার ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন– এমনটা জানিয়েছেন স্বয়ং আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত সাংবাদিক গ্যাস্টন এদুল বিষয়টি নিশ্চিত করেছেন। যার ফলে বিশ্বকাপের আগে আরও একটি শিরোপা জয়ের সুযোগ থাকছে আলবিসেলেস্তেদের।