প্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে বাংলাদেশ
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে দারুণ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আসরের সেমিফাইনালে উঠেও সে ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। শেষ চারের এই ম্যাচে প্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল।
ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত এই ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের পক্ষে প্রথমার্ধে এই দুটি গোল করেন স্বপ্না। ম্যাচের ১২ ও ২৩ মিনিটে গোল দুটি করেন তিনি।
ম্যাচে শেষ পর্যন্ত জিততে পারলে প্রথমবারের মতো আসরের ফাইনালে উঠবে বাংলাদেশ দল।
এর আগে আসরের ফাইনালে পৌঁছেছে ভারত। শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে স্বাগতিক ভারত ৩-১ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে ওঠে।
ফরোয়ার্ড কমলা দেবী ৪৪ মিনিটে দলকে এগিয়ে দেন। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইন্দু রানি। ৮৩ মিনিটে সাস্মিতা মালিক নেপালের কফিনে শেষ পেরেকটি ঠুকেন। এর আগে ৭৪ মিনিটে সাবিত্রা ভান্ডারি নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন।