অভিষেকেই জ্বললেন লুক রনকি

৪৫ ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলে ফেললেও টেস্ট অভিষেক সদ্যই হলো লুক রনকির। সাদা পোশাকের প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করে নজরও কেড়েছেন নিউজিল্যান্ডের ৩৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। শেষপর্যন্ত অবশ্য কিছু আক্ষেপ থেকেই গেছে। মাত্র ১২টি রানের জন্য পূর্ণ করতে পারেননি সেঞ্চুরি। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৭০ বলে ৮৮ রান করে আউট হয়েছেন স্টুয়ার্ট ব্রডের বলে। তাঁর সঙ্গে ওপেনার টম লাথামের ৮৪ রানের ইনিংসটির সুবাদে হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করেছে স্বাগতিক ইংল্যান্ড।
বৃষ্টির বাধায় বেশ দেরিতে শুরু হয়েছিল ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় এই ম্যাচ। শেষপর্যন্ত খেলাও হয়েছে ৬৫ ওভার। টস হেরে ব্যাট করতে নেমে বেশ দ্রুতগতিতে রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। প্রথম দিনে তাদের ব্যাটিং গড় ছিল ৪.৫৬।
ব্যাট হাতে কিউইরা শুরুতেই অবশ্য পড়েছিল চাপের মুখে। ইনিংসের তৃতীয় ওভারেই সফরকারীদের জোড়া ধাক্বা দিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। এক ওভারেই তুলে নিয়েছিলেন মার্টিন গাপটিল ও কেইন উইলিয়ামসনের উইকেট। দুজনেই ফিরে গেছেন রানের খাতা না খুলে। প্রথম উইকেটটি নিয়েই দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে নিয়েছেন ৪০০ টেস্ট উইকেট। টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় তাঁর নামটা আছে দ্বাদশ অবস্থানে।
তবে মাত্র ২ রানের মাথায় ২ উইকেট হারালেও আরেক প্রান্তে দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে গেছেন ওপেনার লাথাম। তৃতীয় ও চতুর্থ উইকেটে রস টেলর ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে নিয়ে গড়েছেন ৬৬ ও ৫৫ রানের জুটি। কিউইরা অবশ্য ভালো অবস্থানে গেছে ষষ্ঠ উইকেটে লাথাম ও রনকির ১২০ রানের জুটিতে ভর করে। দুজনকেই টানা দুই ওভারে আউট করেছেন স্টুয়ার্ট ব্রড। দিনশেষে ১৬ ও ১৪ রানে অপরাজিত আছেন মার্ক ক্রেইগ ও ম্যাট হেনরি।