বার্সার রেকর্ড স্পর্শ করল রিয়াল
সব ধরনের প্রতিযোগিতায় টানা ৩৯ ম্যাচ অপরাজিত থেকে গত মৌসুমে রেকর্ড গড়েছিল বার্সেলোনা। স্প্যানিশ এই ক্লাবটির সেই রেকর্ড এবার স্পর্শ করেছে তাদেরই চিরপ্রতিদ্ব্ন্দ্বী রিয়াল মাদ্রিদ।
শনিবার লা লিগায় নিজেদের ১৬তম ম্যাচে রিয়াল মাদ্রিদ ৫-০ গোলে গ্রানাডাকে বিধ্বস্ত করে চিরপ্রতিদ্ব্ন্দ্বীদের এই রেকর্ড স্পর্শ করেছে।
এই জয়ে লিগে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখল রিয়াল। তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট। তারা ১২ ম্যাচ জিতেছে এবং চারটিতে ড্র করেছে। সমান ম্যাচ থেকে ছয় পয়েন্ট পিছিয়ে বার্সেলোনার সংগ্রহ ৩৪ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা বার্সা ১০ ম্যাচ জিতেছে, চারটি ড্র করেছে এবং দুটিতে হেরেছে।
এদিন রিয়ালের জয়ে জোড়া গোল করেন দলটির নতুন ‘জিদান’ ইসকো। এ ছাড়া একটি করে গোল করেন রোনালদো, বেনজেমা ও কাসেমিরো।