‘এ’ দল নিয়ে বিসিবির পরিকল্পনা

বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল নিয়ে চার বছরের একটি পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভায় সিদ্ধান্ত হয়, দেশের দ্বিতীয় সেরা ক্রিকেট দলকে কীভাবে আরো বেশি শক্তিশালী করা যায়। এ জন্য বেশকিছু পরিকল্পনা তৈরি করেছে তারা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সভা শেষে ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় জানান, “কীভাবে ‘এ’ দলকে আরো বেশি শক্তিশালী করা যায়, ভবিষ্যতে কাদের সঙ্গে খেলতে পারি এবং কাদের আমন্ত্রণ জানানো যায় মূলত এসব বিষয় নিয়েই আমরা আলোচনা করেছি। আর তা নিয়েই চার বছরের একটা পরিকল্পনা সাজানোর চিন্তা করেছি আমরা।”
আগামী অক্টোবরে ‘এ’ দল জিম্বাবুয়ে সফরে যাবে। এর বাইরে সফরসূচি সম্পর্কে ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, “আগামী অক্টোবরে জিম্বাবুয়ে সফরের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ারও একটা পরিকল্পনা রয়েছে আমাদের। এই জন্য আমরা ‘ক্রিকেট সাউথ আফ্রিকা’র সঙ্গে কথা বলব। এ ছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের সঙ্গেও আলোচনা করব আমরা। ভবিষ্যতে এই দেশগুলোতে কীভাবে আমাদের ‘এ’ দল পাঠানো যায়, অথবা তাদের দলকে আমন্ত্রণ জানানো যায়।”
তাই বলে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে এই পরিকল্পনার বাইরে রাখছে না বিসিবি। এ ব্যাপারে নাইমুর রহমান বলেন, ‘এই দেশগুলোকেও আমরা গুরুত্বসহকারে বিবেচনা করছি। ইতোমধ্যে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের আলোচনাও হয়েছে। এই আলোচনা অনেকটাই চূড়ান্ত পর্যায়ে।’